Logo

বিধ্বস্ত নিউজিল্যান্ড, শূন্য রানে আউট পাঁচ ব্যাটার

ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে বল হাতে নিজেদের শক্তিমত্তা ভালোই জানান দিল টাইগারদের 'এ' দল।

বাংলাদেশ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

ঢাকা: নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে আনঅফিসিয়াল তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডকে মোটামুটি ছায়া জাতীয় দল বলা চলে। ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে বল হাতে নিজেদের শক্তিমত্তা ভালোই জানান দিল টাইগারদের 'এ' দল। বোলারদের তোপের মুখে অল্পেই গুটিয়ে গেছে সফরকারীরা।

সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গেছে। নিউজিল্যান্ডের পাঁচজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। শরিফুল, খালেদ ও এবাদত মিলে মাত্র ৪৮ রানে ৫ উইকেট ফেলে দেন। এদের মধ্যে ডেলে ফিলিপস, ম্যাথু বয়েল, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি রানের খাতাই খুলতে পারেননি।

তবে আরেকদিনে রেইস মারিউ একাই লড়ছিলেন। তাকে স্টাম্পিংয়ের শিকার বানিয়ে বিদায় করেন তানভীর ইসলাম। ৫০ বলে ৭ চারে ৪২ রান করে আউট হন এই ওপেনার।

পরের ওভারে ফিরে মাইকেল হে এবং ক্রিস্টিয়ান ক্লার্ককে পরপর দুই বলে বিদায় করেন তানভীর। মাত্র ৬২ রানে ৮ উইকেট হারিয়ে শতরানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় কাঁপছিল কিউইরা।

৮৫ রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৯ রান করা জেডেন লেনক্সকে ফেরান খালেদ। তবে ডিন ফক্সফোর্ট একাই লড়ে গেছেন। শেষ উইকেট জুটিতে বেন লিস্টারকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন তিনি, যেখানে লিস্টারের অবদান ১০ বলে ৪ রান।

শেষ ব্যাটার হিসেবে এবাদতের বলে আউট হওয়ার আগে ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেন ফক্সফোর্ট।

খালেদ ও তানভীর ৩টি করে উইকেট শিকার করেন। বাকি ৪টি উইকেট শরিফুল ও এবাদত সমান ভাগে ভাগ করে নেন। 

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0