নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন ছাড়া কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, বিএনপিই প্রমাণ করেছে যে, অন্যায়ের সঙ্গে কখনো আপোস করে না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি।
আজ শনিবার, যশোর জেলার বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমানে অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু বিএনপি আড়াই বছর আগে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠন বিএনপির পক্ষেই সম্ভব। দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি সবার আগে দেশ পুনর্গঠন করবে।
আজ সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। সম্মেলনের শুরুতে বিভিন্ন সময় আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং দোয়া করা হয় প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায়।
সম্মেলন উপলক্ষে শহরজুড়ে ছিল সাজসজ্জার বাহার। প্রধান সড়কগুলোতে ব্যানার-ফেস্টুনের ছড়াছড়ি এবং জাতীয় নেতাদের নামে নির্মিত তোরণগুলি উৎসবের আমেজ সৃষ্টি করে। সকাল ৯টা থেকে ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন এবং সকাল ১০টার মধ্যে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নেতাকর্মীরা জানান, যারা দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সঠিক মূল্যায়ন করা উচিত। তারা দলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য নেতৃত্ব চেয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। ২০১৯ সালে কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হলেও ৬ বছর পরেও তা বাস্তবায়িত হয়নি।