Logo

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তবর্তী সরকার পূরণ করবে বলে মনে করছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলা ফ্লো প্রতিবেদক

ঢাকা: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তবর্তী সরকার পূরণ করবে। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেনো পূরণ হয় সে প্রত্যাশার কথাও জানান তিনি।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিও যাতে প্রতিশ্রুতি রাখতে পারে সেই আশা করি।

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ।

তিনি বলেন, এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে। যা বিগত বছরগুলোতে পারেনি।

বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেনো শিগগিরই দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৫ বছর গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি। সেগুলো যাতে প্রতিষ্ঠিত হয় সে কামনা করি।

মির্জা ফখরুল বলেন, অন্যবারের চেয়ে এবারের ঈদের অনেক পার্থক্য আছে। এবারের ঈদ স্বস্তির এবং মুক্ত বাতাসে পালিত হচ্ছে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0