Logo

ফেসবুক লাইভের জেরে বিএনপি নেতার বাড়িতে হামলা, দুই দফায় ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির সহসভাপতি মফিজুর রহমানের বাড়িতে দুই দফায় হামলার ঘটনা ঘটেছে। হামলার কারণ হিসেবে জানা গেছে, তার ছেলে দাউদ উর রহমানের ফেসবুক লাইভের বিষয়টি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির সহসভাপতি মফিজুর রহমানের বাড়িতে দুই দফায় হামলার ঘটনা ঘটেছে। হামলার কারণ হিসেবে জানা গেছে, তার ছেলে দাউদ উর রহমানের ফেসবুক লাইভের বিষয়টি। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে লাইভে এসে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ তোলেন দাউদ। এরপরেই তার বাড়িতে হামলা চালানো হয়।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মতে, মফিজুর রহমানের ছেলে দাউদ উর রহমান সম্প্রতি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। এই ঘটনার সূত্র ধরেই মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টার দিকে তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হামলায় দাউদ, তার মা পারভীনসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

মফিজুর রহমান অভিযোগ করেন, ছেলের ফেসবুক লাইভের পর বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস তাকে ফোন করে লাইভটি মুছে দিতে বলেন। পরবর্তী সময়ে সোমবার রাতে একদল যুবক তার বাড়ির আশপাশে মহড়া দেয় এবং ছেলেকে হুমকি দিয়ে চলে যায়।

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস বলেন, তিনি মফিজুর রহমানকে ফোন করেননি এবং তাদের পরিবারের মধ্যে কোনও কোন্দল নেই। তার দাবি, দাউদ উর রহমান মাদক সেবন ও নানা অপকর্মের কারণে চার মাস আগে বহিষ্কৃত হয়েছে এবং এখন তারা নিজেদের ঘর ভাঙচুর করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে।