Logo

"জবাই তো দেবেন, একটু সময় দেন": আদালতে সোলাইমান সেলিমের বক্তব্য

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আদালতে সোলাইমান সেলিম: (ছবি-সংগৃহিত)

আদালত প্রতিবেদক: বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সোলাইমান সেলিমসহ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার ও আতিকুল ইসলামকে।

হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এবং হ্যান্ডকাফ লাগিয়ে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় আসামিদের। আদালতে ওকালতনামায় সাক্ষর করার সময় সোলাইমান সেলিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, \অনেক সাংবাদিক ভুয়া খবর ছাপায়। তারা লিখেছে, শাহজাহান খানসহ অনেকে কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব ভুয়া খবর দিয়ে আমাদের বারোটা বাজিয়ে দিচ্ছে।\

কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে বারণ করলে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সোলাইমান সেলিম বলেন, \জবাই তো দেবেন, একটু সময় দেন।\ এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, \যেকোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হবো না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বুঝা শেষ।\

হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সোলাইমান সেলিম বলেন, \তড়িঘড়ি করে বিচার হয় না।\ আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে এবং পরে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।