নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এর আগে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের শুনানি হয়।
২০১৮ সালের ১৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলায় খালেদা জিয়াসহ তিন আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পরে গত ২৭ নভেম্বর হাইকোর্টে আপিল করে খালেদা জিয়া খালাস পান। দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।
২০১০ সালের ৮ আগস্ট দুদক জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে মামলাটি দায়ের করে। খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানিতে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং দুদকের পক্ষে আইনজীবী আসিফ হোসাইন।