Logo

জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার তারেক রহমান বললেন বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, অনেকে বলছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি?

কুমিল্লা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, অনেকে বলছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি? আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। কাজেই আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না। দেশ ও জনগণকে বিভক্ত করবেন না। তারেক রহমান দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার তারেক রহমান। আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কীভাবে অর্থ সরবরাহ করেছেন, তা আমরা জানি। আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই, কারণ গত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপ-মহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলে রূপ নিয়েছে। আমাদের দলটি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে।

এ সময় বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি