বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সোমবার (৫ মে) সকাল ১১টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে তার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের জমায়েত নিয়ন্ত্রণ নিয়ে জরুরি বৈঠক করছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (৩ মে) জানান, শনিবার মাগরিবের নামাজের পর গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলবেন বিএনপি মহাসচিব।
ইতোমধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলাপ চালিয়ে যাচ্ছেন দলটির নেতারা ।
সেদিন সপ্তাহের ব্যস্ততম দিন থাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও সড়কে তাদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা করছেন দলটির নেতারা।
সূত্র জানায়, খালেদা জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের ভিড় হবে সোমবার সকাল থেকেই। সপ্তাহের ব্যস্ততম দিনে আগত নেতাকর্মীদের সড়কে অবস্থান করা নিয়মতান্ত্রিক করতে চেষ্টা চালাচ্ছে বিএনপি। বিষয়টিকে সামনে রেখে ঢাকার ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয় করছেন দলটির নেতারা।
দলীয় সূত্র জানায়, চিকিৎসা শেষে ঢাকায় ফেরাকে সামনে রেখে নেতাকর্মীদের পাশাপাশি সিনিয়র নেতারাও খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে উপস্থিত হবেন স্থায়ী কমিটির সদস্যরাও।
ধারণা করা হচ্ছে, সোমবার বিমানবন্দর সড়কে ব্যপক যানজট সৃষ্টি হবে। যে কারণে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা আসতে পারে রবিবার (৪ মে) নাগাদ।
বাংলাফ্লো/এসএস
Comments 0