Logo

কক্সবাজারের টেকনাফে আরাকান আর্মি আবারও ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে মাছ ধরার চারটি নৌকাসহ ১৯ মাঝিমাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে মাছ ধরার চারটি নৌকাসহ ১৯ মাঝিমাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আবারও ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এবং নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যারা এখনও মুক্তি পাননি।

এ ঘটনায় মাছ ব্যবসায়ী এবং জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সভাপতি আবদুল জলিল জানান, “আজও আমাদের ঘাট থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ নয় জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।” শাহপরীর দ্বীপের মাঝপাড়ার সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, তার ঘাটের দুটি নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা মাছ ধরতে গেলে তাদেরও আটক করা হয়।

স্থানীয় বিজিবি কর্মকর্তা জানান, “এই ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।” টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “এ বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করে জেলেদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।”