নিজস্ব প্রতিবেদক : মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, \নরপশুদের নিষ্ঠুরতায় এক নিষ্পাপ শিশু আমাদের লজ্জা দিয়ে চলে গেল\। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর তাৎক্ষণিক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় জানান, মির্জা ফখরুল বলেন, \মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা একটি শিশুর জীবন কেড়ে নিল। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করে সে শেষ পর্যন্ত আমাদের লজ্জায় ফেলে চলে গেল। আমরা ব্যর্থ হলাম তাকে বাঁচাতে।\