Logo

মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি: ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে ছয়টি দোকান ও বাসায় হামলা চালিয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে ছয়টি দোকান ও বাসায় হামলা চালিয়েছে। ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি দামি প্রাইভেটকার থেকে নেমে তিন ব্যক্তি দোকানের তালা কেটে ডাকাতি শুরু করে। সিসিটিভি ফুটেজে এ ঘটনা ধরা পড়েছে।

প্রথমে ‘মা মনি’ স্টোরে হানা দেয় ডাকাত দল। তালা ভেঙে দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে তারা চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী গাড়িতে তুলে নেয়। একই পদ্ধতিতে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় তারা। ভোর ৫টা পর্যন্ত তাদের এই অভিযান চলে।

‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, “সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।” পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন। রুবেল মিয়া জানান, তিনি ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন এবং পুলিশ আলামত সংগ্রহ করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন সবুজ স্যুট পরা ডাকাত আশপাশে নজর রাখছিলেন, বাকি দুইজন দোকানের মালামাল বের করছিলেন। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। ব্যবসায়ীরা এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।