নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লাগে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আফনান ইসলাম জানান, দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, এতে চারতলা ভবনের জেনারেটর কক্ষটি পুড়ে গেছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ম্যানেজার চন্দ্রজিত সিংহ জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে কেউ হতাহত হয়নি।