Logo

নারী সমাজ যাতে নিপীড়নের শিকার না হয়, সতর্ক দৃষ্টি রাখতে হবে :তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী সমাজকে অবহেলা, নির্যাতন ও নিপীড়ন থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী সমাজকে অবহেলা, নির্যাতন ও নিপীড়ন থেকে রক্ষা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সবার সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।

আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে তিনি সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বব্যাপী নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব পায়। এ দিবসটি নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে সচেতনতা সৃষ্টি করে। বাংলাদেশে এ দিবসটির গুরুত্ব অপরিসীম।