নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সংগঠনের অন্যতম প্রধান নেতা সাইফুল ইসলামও রয়েছেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের বাইরে নিষিদ্ধ সংগঠনটির সমাবেশে অংশ নেওয়া সদস্যদের চিহ্নিত করে দেশব্যাপী অভিযান চালানো হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।