Logo

‘প্রফেসর ইউনূস, দয়া করে নির্বাচনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করেন’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বলতেছি, দয়া করে এটা (স্বাধীন বিচার ব্যবস্থা) তাড়াতাড়ি করেন। তাহলে জনগণ ভোট দিয়ে তাদের নিজস্ব সরকার তৈরি করতে পারবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা চাই, এইবার প্রফেসর ইউনূস দয়া করে দেরি না করে নির্বাচনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করেন। সংস্কারগুলো শেষ করেন। দেশে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো দেশের জন্য আরও ক্ষতি হবে, যদি দেরি করেন। তাই বলি নির্বাচন দিন, নির্বাচন দিলে সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বলতেছি, দয়া করে এটা (স্বাধীন বিচার ব্যবস্থা) তাড়াতাড়ি করেন। তাহলে জনগণ ভোট দিয়ে তাদের নিজস্ব সরকার তৈরি করতে পারবে।

তিনি বলেন, আপনি যতই বলেন, আপনাকে তো আর পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই। এখন পাবলিক চাইবে তার ভোটটা দিয়ে নির্বাচিত করতে। ভোট সে দিতে চায়। ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন। যত দেরি করবেন, হাসিনা ওইদিক থেকে টেলিফোন করবে, আমি আসতেছি আবার, টপাটপ আসতেছি।

তিনি আরও বলেন, মানুষ নির্বাচন চায়। নির্বাচন হলে জনগণের সরকার গঠিত হবে। যে সরকার জনগণের জন্য কাজ করবে, দাবি পূরণ করবে।

এ সময় শেখ হাসিনার বিচার করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আয়না ঘর করেছে। তার সব জবাব হাসিনাকে দিতে হবে। আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে, নির্যাতন করেছে, তার জবাব দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, একটা রাষ্ট্র এমনি এমনি চলে না। যিনি রাষ্ট্র চালান, তার মনটা অনেক বড় হতে হবে। সবাইকে সমানভাবে দেখতে হবে। ভালোবাসতে হবে। প্রমাণ হয়েছে, এ দেশের মানুষের প্রতি হাসিনার কোনো মায়া-দয়া নাই। যদি থাকত তাহলে তিনি ওইভাবে পালিয়ে যেতেন না।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0