Logo

পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা: ৬৫ বছর বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা থেকে অভিযুক্ত এনছান মৃধাকে আটক করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, গত ৫ মার্চ বেলা ১১টার দিকে শিশুটি অভিযুক্তের গাছের বড়ই কুড়াতে গেলে এ ঘটনা ঘটে। শিশুটি পালিয়ে আসার পর পরিবার লোকলজ্জায় বিষয়টি গোপন রাখে।

৬ মার্চ শিশুটিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শিশুটি স্বাভাবিক না হওয়ায় পরের দিন আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়।

শনিবার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শিশুটিকে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।