নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ সোমবার (১৭ মার্চ) পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে।
রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
ডেপুটি প্রেস সচিব মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এসময় নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে।
এই বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও সুসংহত করার পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।