নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম আদালতে হাজির হওয়ার পর এক আইনজীবীকে প্রশ্ন করেন, \আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে?\ আইনজীবী জবাব দেন, \স্যার, ৬০টার মতো মামলা হয়েছে।\
এ সময় পাশে থাকা আরেক আইনজীবী বলেন, \না স্যার, ৫৬টি মামলা হয়েছে।\ এতে ক্ষোভ প্রকাশ করে আতিকুল ইসলাম বলেন, \আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না।\
সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীদের সঙ্গে এই আলোচনা করেন আতিকুল ইসলাম। এদিন আদালতে হাজির হওয়ার পর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।