চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত জামায়াত কর্মীর কাছে পুলিশের লুট হওয়া পিস্তল পাওয়া গেছে। গত ৫ আগস্ট চট্টগ্রামের আট থানা ও আট ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে পুলিশ সন্দেহ করছে। সোমবার রাতে সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত দুই জামায়াত কর্মীর কাছে উদ্ধার হওয়া পিস্তলটি কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি ব্রাজিলিয়ান ‘টরাস-টিএএইচ’ মডেলের, যা কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল। পুলিশের মতে, লুট হওয়া অস্ত্রগুলো পেশাদার অপরাধীদের হাতে পড়ায় উদ্বেগ বাড়ছে।
গত ৫ আগস্ট চট্টগ্রামে ৯৪৮টি অস্ত্র ও ১২ হাজার গুলি লুট হয়। এর মধ্যে এখনও ১৬১টি অস্ত্র উদ্ধার করা যায়নি। পুলিশ বলছে, লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে আমরা উদ্বিগ্ন। এসব অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে।’
এ ঘটনায় পুলিশের তৎপরতা বাড়লেও লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থতা জনমনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।