Logo

শীর্ষ ছয়টি পদে ‘সমঝোতা’, নতুন দলের আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদ চূড়ান্ত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদ চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোয় ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে— জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

নতুন দলের আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম, সদস্যসচিব পদে আখতার হোসেন, এবং মুখপাত্র ও মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নাম প্রস্তাবিত। জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য এবং ছাত্রশিবিরের নেতা আলী আহসান জোনায়েদ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হতে পারেন, এবং নাসীরুদ্দীন পাটওয়ারী জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে আসতে পারেন।

দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি, যেখানে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। তবে বৃহৎ জমায়েতের কোনো পরিকল্পনা নেই।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা নতুন ছাত্রসংগঠন গঠনের উদ্যোগ নিয়েছেন, যা ‘স্টুডেন্টস ফার্স্ট’ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে কাজ করবে। নতুন ছাত্রসংগঠনের শীর্ষ পদে আসতে পারেন আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান।

নতুন রাজনৈতিক দলের গঠনের প্রস্তুতি কমিটির প্রথম সভা বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, এবং আগামী কয়েকদিনে নতুন দলের নাম চূড়ান্ত করা হতে পারে।