Logo

শেখ হাসিনা ও পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছে আদালত

মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন, অনুসন্ধান চলাকালীন এই সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত হওয়ার আশঙ্কায় ফ্রিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়েছে,

  1. শেখ হাসিনা ও তার পরিবারের ৩১টি ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা লুকানোর চেষ্টা চলছে
  2. নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পদ যেন স্থানান্তর করা না যায়, তাই ফ্রিজের নির্দেশ চাওয়া হয়

এর আগেও ফ্রিজ হয়েছিল আরও ব্যাংক হিসাব ও সম্পত্তি:

গত ১১ মার্চ, একই আদালত শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেয়।

  1. পাশাপাশি শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ আরও কিছু সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়
  2. পরিবারের সাতজনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়

দুদকের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা ও সম্পদ ফ্রিজের আদেশ বহাল থাকবে বলে জানা গেছে।