Logo

শেখ হাসিনা, রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতির চার্জশিট

দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে চার্জশিট দাখিল করেছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে চার্জশিট দাখিল করেছে। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদনের পর আদালতে দাখিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক। এছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ ১৪ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট যোগ্যতা ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।