Logo

টাঙ্গাইলে দখল ও চাঁদাবাজির মামলায় ‘সমন্বয়ক’ মিষ্টির ৪ দিনের রিমান্ড

রোববার (৯ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মিষ্টির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া মারিয়াম মোকাদ্দেস মিষ্টির (২৭) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকালে টাঙ্গাইল সদর থানা পুলিশ মিষ্টির সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠায়।

রোববার (৯ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে মিষ্টির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী হলেও বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ায় বসবাস করছেন।

শনিবার সকালে তিনি ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে জোয়াহেরুল ইসলামের বাড়ির তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভবনে প্রবেশ করেন এবং সেখানে আশ্রম বানানোর ঘোষণা দেন। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।

শনিবার রাত সাড়ে ১০টায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয়। পরে রোববার রাত ১১টার দিকে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, মিষ্টির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।