টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়িটি দখলমুক্ত করেছে যৌথবাহিনী। শনিবার (৮ মার্চ) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে বাড়িটি থেকে উদ্ধার করে সন্তোষ বড়ইতলায় একটি বাড়িতে স্থানান্তর করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য সমাজসেবা ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, \প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।\
এর আগে, শনিবার সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক নারী ছাত্র প্রতিনিধি হিসেবে বাড়িটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি দাবি করেন, বাড়িটিতে মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম গড়ে তোলা হবে এবং সেখানে ২০ জনকে রাখা হয়েছে।
এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হলে প্রশাসন তৎপর হয়। জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা অভিযোগ করেন, মিষ্টি নামে ওই নারী ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল এবং টাকা না দেওয়ায় বাড়িটি জবরদখল করা হয়েছে। তিনি থানায় মামলা দায়েরের পরিকল্পনা করছেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতারা জানান, মারইয়াম মুকাদ্দাস মিষ্টির কর্মকাণ্ডের দায় তাদের সংগঠন বহন করবে না।