Logo

তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয়: রিজভী

তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন—এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, \কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বলেছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তাদের ব্যক্তিগত মতামত হতে পারে, তবে এটি দলের অবস্থান নয়।\

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া উচিত এবং তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকারের গঠন করবে।