Logo

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা ও জামালদের বার্তা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকও ঈদের খুশি ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হামজা দেওয়ান চৌধুরী ও জামাল ভুঁইয়া. ছবি: সংগৃহীত

বাংলা ফ্লো স্পোর্টস

ঢাকা: ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেকও হয়ে গেছে হামজা দেওয়ান চৌধুরীর।

ঈদের আনন্দে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। জুনে আবারও লাল-সবুজের হয়ে মাঠে নামার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদের। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে! ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকও ঈদের খুশি ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0