ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবলীগ কর্মী হাসান (৩২)কে তার বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন মেম্বারের বাড়ির বজল আহমেদের ছেলে ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত হাসানকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা বাধা দিলেও দুর্বৃত্তদের ঠেকাতে পারেননি। পরে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, হাসানকে পিটিয়ে আহত অবস্থায় পলোয়ান পাড়া এলাকায় ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ঝিনু আক্তার বলেন, সন্ত্রাসীরা বিকালে তাদের বাড়িতে ঢুকে হাসানকে খুঁজতে থাকে। হাসান খাটের নিচে লুকিয়ে পড়লে তাকে সেখান থেকে বের করে মারধর করে নিয়ে যায়। তিনি আরও জানান, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে হাসান বাড়িতে ছিলেন না। বুধবার দুপুরে তিনি বাড়ি আসেন এবং বিকালে সন্ত্রাসীরা তাকে জোর করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, হাসান রাউজান উপজেলা যুবলীগের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য সেকান্দরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তদের হামলায় হাসান নিহত হয়েছেন। কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এর আগে গত ২৪ জানুয়ারি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়ায় জুমার নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নিহত হন। ওই ঘটনার ২৫ দিনের মাথায় নোয়াপাড়া ইউনিয়নে যুবলীগ কর্মী হাসান খুনের ঘটনা ঘটল।