রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় দেওয়া বক্তব্যে চট্টগ্রামের পটিয়ার ঘটনার উল্লেখ করে তিনি এ কথা বলেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার মোল্লা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনার চত্বরে জুলাই গণঅভ্যুখানের বর্ষপূতি উপলক্ষে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।
এ উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন।
পদত্যাগকারী মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন বলেন, আমরা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
তার বিরুদ্ধে অপহরণ, মামলার হুমকি, চাঁদা দাবি, জমি দখলের অভিযোগ রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। অন্যদিকে জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাই দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে।
মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তার আবেদনের প্রেক্ষিতে আদালত আজ আদেশ দেবেন বলেও জানান তিনি।
জনগণ অনেকটাই জেগে উঠেছে, এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই সময়ের দাবি।