Logo

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঝটিকা মিছিল মার্কিন দূতাবাসের সামনে

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঝটিকা মিছিল মার্কিন দূতাবাসের সামনে

বাংলা ফ্লো প্রতিবেদক

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (৭ এপ্রিল) ১১টা ৪৫ মিনিটের দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা। বিক্ষোভ মিছিলটি ঘিরে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। গুলশান বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন।

এ দিন সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনাসদস্যরা। তাঁরা একপ্রকার মানবপ্রাচীর তৈরি করে রাখেন। ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না কাউকেই।

পরে, দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের এক পাশ খুলে দেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যত দিন এই পৃথিবী থাকবে, তত দিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এই বিক্ষোভ।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0