চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সাদিয়া আক্তার নামের এক যাত্রী মেয়ে সন্তানের জন্ম দেন।
এ খুশির মুহূর্তে, লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন ঘোষণা দিয়েছেন যে, ওই নবজাতক এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে আজীবন বিনা মূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।
লঞ্চের কেরানি মো. দীপু জানান, গতকাল বিকেল পাঁচটায় লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায়, ঢাকার কাছাকাছি পৌঁছালে সাদিয়া আক্তারের প্রসবব্যথা শুরু হয়। তাঁকে কেবিনে নিয়ে গেলে তিনি সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে কন্যাসন্তান জন্ম দেন।
এদিকে, সাদিয়ার সঙ্গে ছিলেন তাঁর চাচি শাশুড়ি মৌসুমি বেগম। তিনি জানান, প্রথমে সাদিয়াকে ফরিদগঞ্জ উপজেলার হাসপাতালে নেওয়া হয়, পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, তবে সেখানে আইসিইউ না থাকার কারণে সাদিয়াকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। শেষে, লঞ্চেই সাদিয়া স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন।
নবজাতক ও মা দুজনেই বর্তমানে সুস্থ আছেন।