ময়মনসিংহ প্রতিনিধি: জেলায় পৃথক এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ও সন্ধ্যায় ফুলপুর ও ধোবাউড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলপুর পৌরসভার মধ্য গোদারিয়া এলাকার এহসানুল হকের ছেলে আল মবিন (১১) ও ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে লাল মিয়া (৩৫)। মবিন স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো এবং লাল মিয়া ভাঙারি বেচাকেনা করে জীবিকা নির্বাহ করতেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে ফুলপুর পৌর এলাকা থেকে বালুবাহী ট্রাকটি গোদারিয়া গ্রামে যাচ্ছিলো। একটার দিকে মধ্য গোদারিয়া এলাকায় সড়কের পাশে মবিন সাইকেল চালানো অবস্থায় ট্রাকটি সাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মবিন। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।
তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদবাজার থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকটি পৌর এলাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রকোনা গ্রামের মানিকের দোকানের সামনে এলে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া লাল মিয়াকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
জেবি