নিজস্ব প্রতিবেদক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরার সেই শিশুটি শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
সিএমএইচ-এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দুইবার সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হলে তার হৃৎস্পন্দন ফিরে আসে। তবে বেলা ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে আর ফেরাতে পারেননি। বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাগুরার এই শিশুটি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিল এবং উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি। শিশুটির মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।