বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১০৩টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬৭১বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। যার মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭,০৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এখন পর্যন্ত মোট ফ্লাইট সংখ্যা ১০৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৬টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২০,৮২৯ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪,০৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬,৭৫৮ জন হজযাত্রী।
এবার হজ করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ৩১ মে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার শেষ ফ্লাইট ১০ জুলাই। এ পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৬ হাজার ৫৮৫টি ভিসা ইস্যু করা হয়েছে। এখনও ৫১৫ হজযাত্রীর ভিসা ইস্যু বাকি আছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ছয় হজযাত্রী।
বাংলাফ্লো/এসকে
Comments 0