Logo

হঠাৎ বিদ্যুৎ নেই রাজধানীর গুলশান-মগবাজারসহ ৮ এলাকায়

পিডিবি জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) বিদ্যুৎ ববস্থা ঠিক করতে কাজ করছে।

ফাইল ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: রামপুরা পাওয়ার গ্রিডের সমস্যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকা।

রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে এই ত্রুটি দেখা দেয়। এর ফলে বসুন্ধরা, গুলশান, আফতাবনগর, রামপুরা, মগবাজার, মধুবাগ, তেজগাঁও, ফার্মগেট, রাজাবাজার, কাওরান বাজার, বনশ্রী জি ব্লক, কলাবাগান, বনানী, হাতিরঝিল, মহাখালী, অনেক এলাকা এখন বিদ্যুৎবিহীন।

বিষয়টি এক বার্তায় নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবি জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) বিদ্যুৎ ববস্থা ঠিক করতে কাজ করছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রামপুরা সাবস্টেশনে সমস্যা হয়েছে। বাইপাস করে অন্য জায়গা থেকে বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। একটু সময় লাগতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, রামপুরায় পাওয়ার গ্রিডের সমস্যায় গুলশান, বনানী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার ও মগবাজার এলাকায় বিদ্যুৎ নেই।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0