আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা-পাল্টা হামলা চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবের নিহত হয়েছেন। এর আগে তেহরানের কেন্দ্রস্থল ফেরদৌসি ও ভালি আসরের প্রধান রাস্তার কাছে তাঁর ওপর হামলার খবর পাওয়া যায়।
ইসরায়েলেও কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলে ৫ দফায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল ‘আগ্রাসন’ বন্ধ করলে তাদের দেশও হামলা চালাবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে হামলা না চালায়, তাহলে আমরাও কোনো জবাব দেব না। ইসরায়েল যদি এখনই তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও প্রতিক্রিয়া অব্যাহত রাখবে না।’
অপরদিকে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0