এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বড় পর্দায় প্রথমবার একসাথে অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত ,অমিতাভ ভট্টাচার্য পরিচালিত সিনেমায় অভিনয় করতে চলেছেন দুজন।
শোনা যাচ্ছে অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় নতুন একটি সিনেমার কথা চলছে। সিনেমার সম্ভ্যাব্য নাম ‘ত্রিধারা’। সেই ছবিতে তুলে ধরা হবে ২৫ বছর আগে ঘটে যাওয়াএমন কিছু ঘটনা যার ফলে তিনটে জীবনের সবকিছু পালটে যায়।
সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই ছবিতে আবার মিলেমিশে একাকার হতে যাচ্ছে দুই বাংলার মানুষ। সিনেমার হাত ধরেই এক সুতোয় বাঁধা পড়তে চলেছে পর্দার চঞ্চল চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের জীবন।
নির্মাতা জানান, সিনেমার গল্প এক গভীর বাস্তবতার প্রতিচ্ছবি। জীবনের এমন এক মোড়ে দাঁড়ানো তিন চরিত্রের কাহিনি এটি, যেখানে অতীত ও বর্তমান মিলেমিশে নতুন সমীকরণ সৃষ্টি করেছে। ২৫ বছর আগের এক সম্পর্ক যখন হঠাৎ সামনে এসে দাঁড়ায়, তখন কীভাবে তা বদলে দেয় তিনটি জীবনের ছন্দ—সেই গল্পই ফুটে উঠবে ‘ত্রিধারা’-তে।
বাংলার ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গায় সমান তালে বিচরন চঞ্চল চৌধুরীর,এর আগেও তিনি ভারতীয় চলচ্চিত্র পদাতিকে অভিনয় করেছিলেন ।
বাংলাফ্লো/এইচএম
Comments 0