Logo

হলিউড ওয়াক অফ ফেমে প্রথম ভারতীয় হিসেবে দীপিকা, গড়লেন নতুন ইতিহাস

টিমোথে চালামেট, গর্ডন রামসের পাশে দীপিকা, জায়গা পেলেন ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড ছাপিয়ে বিশ্বমঞ্চে একের পর এক নজির গড়ছেন দীপিকা পাডুকোন। কান উৎসবের জুরি থেকে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন— বারবার তিনি ভারতকে গর্বিত করেছেন। এবার প্রথম ভারতীয় হিসেবে হলিউডের ‘ওয়াক অফ ফেম’ তালিকায় নাম লিখিয়ে তিনি গড়লেন এক নতুন ইতিহাস।

গতকাল বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ২০২৬ সালের জন্য সম্মানিতদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের পাশে উজ্জ্বলভাবে স্থান পেয়েছে দীপিকার নাম। এর আগে ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠলেও, ‘ওয়াক অফ ফেম’-এর এই স্বীকৃতি তাঁর মুকুটে এক নতুন পালক যোগ করলো। এই অনন্য অর্জন দীপিকাকে প্রথম ভারতীয় হিসেবে এক অবিস্মরণীয় সম্মানে ভূষিত করলো।

এর আগে ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠেছিল দীপিকার। সম্প্রতি ওয়াক অফ ফেম আরও উচ্চতায় নিয়ে গেল এই অভিনেত্রীকে। 

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0