Logo

দর্শকের উপেক্ষা, ব্যর্থতা থেকেই সাফল্যের পাঠ নিয়েছেন অভিষেক

এমনও দিন গেছে যখন সাধারণ মানুষ তাঁকে দেখেও চিনতে পারেনি, যা একজন অভিনেতার জন্য অত্যন্ত হতাশাজনক।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সাফল্যের শুরুটা হয় ব্যর্থতা থেকে— জীবনের এই মন্ত্রেই বিশ্বাসী অভিষেক বচ্চন। অভিনয় জীবনের শুরু থেকে আজ পর্যন্ত বারংবার তাঁকে দাঁড়াতে হয়েছে সমালোচনার কাঠগড়ায়। একদিকে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা, অন্যদিকে দর্শকদের তীর্যক মন্তব্য; এই সবকিছুই একসময় মানসিকভাবে প্রভাবিত করেছিল তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক তাঁর যাত্রাপথের কঠিন দিনগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, এমনও দিন গেছে যখন সাধারণ মানুষ তাঁকে দেখেও চিনতে পারেনি, যা একজন অভিনেতার জন্য অত্যন্ত হতাশাজনক। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, “আমি এক বার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কারও মধ্যে কোনও তাপ-উত্তাপ ছিল না। আমি এক জন তারকা, তাই ভেবেছিলাম, মানুষ হয়তো হইচই করবে। কিন্তু সেই দিন কেউই আসেননি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়।”

তবে এই উপেক্ষা তাঁকে দমাতে পারেনি। অভিষেক জানান, ‘ধূম’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দর্শকদের ভালোবাসা তাঁকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। এই ওঠাপড়াই তাঁকে শিখিয়েছে, ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকেই সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হয়।


বাংলাফ্লো/এইচএম



Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0