আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রবিবার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণে পাথরও ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েক জনকে উদ্ধার করা হয়। এরপর আসে উদ্ধারকারী বাহিনী। তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংস্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আটকা পড়েছেন, তাদের সবাই নিহত বলে ধারণা করা হচ্ছে এবং এই সংখ্যা অন্তত ৫০ জন। এর আগে ১১ জন নিহতের খবর জানা গেছিলো।
জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ২ মাস আগেও খনিটিতে একবার ধস নেমেছিল। তবে সেবার কেউ নিহত হননি।
সুদানে বিভিন্ন খনিতে স্বর্ণের মজুতও বিপুল। তবে অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরপত্তা নিশ্চিতে ন্যূনতম ব্যবস্থা না থাকা আন্তর্জাতিক অঙ্গনে সুদানের সরকারের ব্যাপক সমালোচনা আছে।
রাষ্ট্রীয় কোম্পানি এসএমআরসি আগেই এই খনিতে কাজ করার বিষয়ে সতর্ক করেছিল। খনিটিতে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে সতর্কতা দিয়েছিল এসএমআরসি।
স্থানীয় কর্মকর্তা ও এনজিও সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দ্বারা এই অঞ্চলের স্বর্ণ বাণিজ্য পরিচালিত হয়। যার বিনিময়ে তারা আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ আছে। তবে আরব আমিরাত এই বিষয়টি অস্বীকার করেছে ।
সূত্র: আল জাজিরা,আনাদোলু ,দৈনিক আলরাকোবা
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0