বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন করে নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
তবে সরকার চিঠি দিলে বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকারের আওতাধীন। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি আমাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে, তখন কমিশনে বসে আমরা বিষয়টি বিবেচনা করবো।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি। কাজেই এই মুহূর্তে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। আমরা যখন চিঠি পাবো, তখন কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শেখ হাসিনার সরকার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এরপর ১৯ আগস্ট একযোগে ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার মেয়রদের পদ থেকে অপসারণ করা হয়। পরে ২৬ সেপ্টেম্বর ওইসব সিটি ও পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়।
নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ ফাঁকা থাকায় এখন প্রশাসনিক কর্মকর্তারাই এসব প্রতিষ্ঠানের রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে কার্যকর সেবা না পাওয়ার অভিযোগ করছেন নাগরিকরা। বিশেষ করে কাউন্সিলর ও সদস্যদের না থাকায় জনসাধারণ নানা ধরনের সমস্যায় পড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার। সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
বাংলাফ্লো/এসবি
Comments 0