আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি ঐতিহাসিক সোনার খনি ধসে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত হয়েছেন অন্তত ৭ জন। দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানির বরাতে এ তথ্য জানা গেছে।
সুদানে গত তিন বছর ধরে সুদানিস আমর্ড ফোর্সেস (এসএএফ) ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধের খরচ দেশটির স্বর্ণ শিল্প দ্বারাই পরিচালিত হচ্ছে।
গতকাল রবিবার (২৯ জুন) এক বিবৃতিতে সুদানের খনিজ সম্পদ কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আতবারা এবং হাইয়া শহরের মধ্যবর্তী হাওয়েদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ‘কির্শ আল-ফিল’ খনিতে ধসের ঘটনা ঘটে। এই অঞ্চলটি এসএএফ বাহিনী নিয়ন্ত্রণ করছে।
রাষ্ট্রীয় কোম্পানি এসএমআরসি আগেই এই খনিতে কাজ করার বিষয়ে সতর্ক করেছিল। খনিটিতে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে সতর্কতা দিয়েছিল এসএমআরসি।
স্থানীয় কর্মকর্তা ও এনজিও সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দ্বারা এই অঞ্চলের স্বর্ণ বাণিজ্য পরিচালিত হয়। যার বিনিময়ে তারা আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ আছে। তবে আরব আমিরাত এই বিষয়টি অস্বীকার করেছে ।
সূত্র: আল জাজিরা
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0