শিক্ষা ডেস্ক
ঢাকা: বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
পরিক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। প্রথম দিন থাকছে বাংলা ১ম পত্র পরীক্ষার।
এ বছর সারাদেশে পরীক্ষা দিতে বসছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। এসব পরীক্ষা নেওয়া হবে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বেশকিছু কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধও ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, এবার পরীক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে, যাতে পরীক্ষা শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। নিরাপত্তার জন্য কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো, নকল প্রতিরোধী পোস্টার টানানো এবং জনসমাগম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। প্রয়োজনে মাইক ব্যবহার করে সচেতনতা তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কেবল এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকালীন বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ অফিসকে আগেই সতর্ক করা হয়েছে।
সেইসঙ্গে স্বাস্থবিধি অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0