এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অভিনয়ে এখন খুব একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট মতামতের জন্য প্রায়ই আলোচনায় থাকেন শবনম ফারিয়া। তবে এই সোচ্চার থাকার খেসারতও দিতে হচ্ছে তাঁকে। বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতে দ্বিধা না করায়, প্রায়শই তিনি নিন্দুকদের সাইবার আক্রমণের শিকার হচ্ছেন।
এই আক্রমণের নতুন হাতিয়ার হলো ফটোশপ। ফারিয়ার নামে প্রায়ই ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ছবিগুলোর বেশিরভাগই এতটাই অসামঞ্জস্যপূর্ণ যে, সেগুলোকে ভুয়া হিসেবে চিহ্নিত করতে সময় লাগে না। কিন্তু নেতিবাচক প্রচারণার এই ধারা অভিনেত্রীর জন্য নিঃসন্দেহে এক বড় বিড়ম্বনা।
এরকম এক নারীর ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শবনম ফারিয়া। লিখেছেন, ‘ভাই এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারও ছবি দিয়ে দে, এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?’
ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই শবনম ফারিয়াকে সমর্থন করেছেন। কেউ কেউ করেছেন নেতিবাচক মন্তব্য। এক নেটিজেন আবার বলে বসেছেন, ‘আপনি প্লিজ আপনার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুন। বলেছিলেন রাজনৈতিক বিষয়ে আর কথা বলবেন না। পরে এমন কন্ট্রোভার্সি তৈরি করলেন, আইডি ডিঅ্যাক্টিভ করতে হলো।’
মন্তব্যের বেশ শক্ত জবাব দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমার রাজনৈতিক অবস্থান হলো, আমি সবাইকে গালি দেব। দল-মত নির্বিশেষে যতদিন আপনারা ভালো না হবেন, গালি দেব!’
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0