Logo

চলচ্চিত্র অনুদান কমিটিতে তোলপাড়: মমসহ তিনজনের পদত্যাগ, প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া

গত মঙ্গলবার অনুদানের তালিকা প্রকাশের পর তাঁর পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: “আমি শুধু কাজই করতে চেয়েছিলাম, কিন্তু সেটি হয়নি।”— এই আক্ষেপ নিয়েই ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে সরে দাঁড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জাকিয়া বারী মম। গত মঙ্গলবার অনুদানের তালিকা প্রকাশের পর তাঁর পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে।

যদিও পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পেশাগত কারণের কথা উল্লেখ করেছেন, তবে গণমাধ্যমের কাছে তাঁর বক্তব্যে উঠে এসেছে ভিন্ন সুর। তিনি বোঝাতে চেয়েছেন, কমিটির যে পরিবেশে তিনি কাজ করতে চেয়েছিলেন, তা তিনি পাননি। তাঁর উপলব্ধি, এই পদে অন্য কেউ এসে কাজ করলে কমিটির জন্যই ভালো হবে।

অভিনেত্রী জাকিয়া বারী মম ছাড়া আরও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0