এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ান্ডার ওম্যান’। এই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। তবে নতুন যে কিস্তি আসতে চলেছে সেখানে তিনি থাকছেন না। নতুন কাউকে ভাবা হচ্ছে চরিত্রটির জন্য। এখন পর্যন্ত আলোচনায় এসেছেন আদ্রিয়া আর্জোনা।
কেবলমাত্র সামাজিক মাধ্যমে ফলো করাকে কেন্দ্র করে শুরু হয়েছিল জল্পনা—তবে কি আদ্রিয়া আর্জোনাই হচ্ছেন নতুন ‘ওয়ান্ডার ওম্যান’? অবশেষে এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলে পরিস্থিতি পরিষ্কার করলেন ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সবাই ধরে নিয়েছে, আমি তাকে এখন ফলো করেছি মানে সে-ই হতে যাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান’। কিন্তু আমি তাকে সাত বছর ধরে অনুসরণ করছি।” তবে জল্পনাকে পুরোপুরি উড়িয়েও দেননি তিনি। তাঁর মতে, আদ্রিয়া এই চরিত্রের জন্য একজন ‘পারফেক্ট’ পছন্দ হতে পারেন। জেমস গানের এই মন্তব্যের পর গুঞ্জন কিছুটা স্তিমিত হলেও, চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত রহস্য জিইয়ে রইল। ভক্তদের এখন অপেক্ষা, এই গুঞ্জন সত্যি হয় কি না, তা দেখার জন্য।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0