Logo

যুদ্ধবিরতির পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) বরাতে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।

এর আগে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

অন্যদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা’ চালিয়ে কঠোর জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তার এমন নির্দেশের পর ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করা হয়।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0