Logo

ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

'ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যেন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়। তিনি আলোচনার পথ খোলা রেখেছেন। তাদের অনেক সুযোগ দিয়েছেন।'

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরানের প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত রাতের হামলাগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাস ও ধ্বংসের জন্য করা হয়েছিল। এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। তবে ইরানি সেনা বা বেসামরিক নাগরিকদের ওপর কোনো প্রভাব ফেলেনি। ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। অচিরেই জানা যাবে।

রোববার (২২ জুন) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেছেন তিনি। এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী।

হেগসেথ বলেন, ‘অনেক প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ট্রাম্পের আগ পর্যন্ত কেউই তা করতে পারেননি। প্রেসিডেন্ট ট্রাম্প যখন কথা বলেন, বিশ্ববাসীর উচিত তা শোনা। আমেরিকা ছাড়া এই কাজ বিশ্বের কোনো দেশই করতে পারবে না।’

ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে আরও ভয়াবহ অবস্থা হবে বলে যে হুমকি গতকাল রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছেন, সেটিই আজ মনে করিয়ে দিলেন হেগসেথ। তিনি বলেন, ‘আমি মনে করি ইরান ভালো করেই বুঝতে পারছে, এই কথার মানে কি। আগেও তিনি এমন বলেছেন, এবং তিনি আসলেই সেটা করেছেন।’

এই হামলার কারণে মার্কিন মিত্ররা কোনো ক্ষতির মুখে পড়বে কিনা, জানতে চাইলে হেগসেথ বলেন, এটা নিয়ে তারা ভেবেছেন। ইরান ও আমেরিকার মধ্যে যোগাযোগ হয়েছে বলে সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। আর আলোচনার টেবিলে ইরানকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এই হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি করল কিনা–এ ব্যাপারে তিনি বলেন, এমন আশঙ্কা নেই।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যেন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়। তিনি আলোচনার পথ খোলা রেখেছেন। তাদের অনেক সুযোগ দিয়েছেন।

তবে তিনি দাবি করেন এই হামলা বা কোনো উপায়েই ইরানের সরকার পতন করার ইচ্ছা আমেরিকার নেই।

সূত্র: রয়টার্স

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0