আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। তেহরানের উত্তরাংশে একাধিক বড় ধরনের বিমান হামলার পর ওই কারাগারে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানি শাসন ব্যবস্থার দমন যন্ত্র ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ইসরায়েলের অভ্যন্তরে একটি গুলিও পড়লে, ইরানি স্বৈরশাসককে শাস্তি পেতে হবে এবং প্রতিঘাত চলবে পূর্ণ শক্তিতে।
এই হামলায় যে কারাগারে আঘাত হেনেছে, সেটি হচ্ছে এভিন প্রিজন। এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দি, দ্বৈত নাগরিকত্বধারী ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ব্যবহৃত ব্যক্তিদের আটকে রাখার জন্য কুখ্যাত।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, এই হামলায় আইআরজিসির বহু সদস্য নিহত হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দফতরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, তেহরানের বাসিজ সদর দফতর, আলবোরজ কর্পস, অভ্যন্তরীণ গোয়েন্দা এবং সাধারণ নিরাপত্তা পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব সংস্থা শাসকের ক্ষমতা টিকিয়ে রাখা ও ইসলামি বিধান বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত।
তেহরানের উত্তরাংশে অন্তত তিনটি বড় বিমান হামলার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরা।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0