Logo

আকাশসীমা আবারও খুলে দিল ইসরাইল

সোমবার রাতে ইরানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়।

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরানের মিসাইল হামলার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আকাশসীমা আবারও খুলে দিয়েছে ইসরাইল।

মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ইরানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। এরপর যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেই শুরু হয় বিমান চলাচলের স্থবিরতা।

এছাড়া, মঙ্গলবার তেল আবিবে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ট্রেলিয়াগামী উদ্ধার ফ্লাইটে ওঠার জন্য যাত্রীদের লাইন ধরে অপেক্ষারত দেখা গেছে। ইরান-ইসরাইল চলমান সংঘাতের মধ্যে অনেক বিদেশি নাগরিকই দেশ ত্যাগে উদ্যোগী হচ্ছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে শেষ পর্যন্ত সম্মত হয়েছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলি সরকার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরাইল এর কঠোর জবাব দেবে।’

ইসরাইল জানায়, ইরানের হামলায় তাদের ‘লক্ষ্য অর্জিত হয়েছে’ এবং সেজন্যই তারা যুদ্ধবিরতির পক্ষে রাজি হয়েছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরাইল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।’

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তেল আবিবসহ বিভিন্ন শহরে নিরাপত্তা সতর্কতা অব্যাহত রয়েছে। বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত সতর্কতায় রয়েছে।

বাংলাফ্লো/আফি  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0