আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানে হামলায় নির্ধারিত লক্ষ্য অর্জনের পর তারা আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েলি সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে ইসরায়েল সরকার জানায়, তারা ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি — নির্মূল করেছে।
ইসরায়েল সরকার বলছে, তারা ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর ক্ষতি করেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকার পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকার পরিচালিত লক্ষ্যবস্তুতে ভয়াবহ আঘাত হেনেছে, শত শত বাসিজ (বিক্ষোভ দমন করতে ব্যবহৃত ইরান সরকারের অধীনে মিলিশিয়া বাহিনী) সদস্যকে নির্মূল করেছে এবং আরও একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0